বাগেরহাটে করোনাভাইরাসে ৪ জনের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২১, ০৬:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ১১২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। 

মঙ্গলবার (২২ জুন) শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ। এই নিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৯২ জনে। মারা গেছে ৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৮৪০ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৭৮১ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ১১২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এই হার গত কয়েক দিনের থেকে অনেক বেশি। এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh