বাগেরহাটে ট্রলির ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২১, ০৬:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বালু ভর্তি ট্রলির ধাক্কায় বাইসাইকেল চালক মো. সিফাত হোসেন (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের সোহাগ চকিদারের ছেলে। সে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, উপজেলার পাঁচরাস্তা-রসুলপুর সড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাংলাবাজার যাওয়ার পথে অগ্রদূত ক্লাবের সামনে পৌঁছালে পিছন থেকে একটি ট্রলি এসে ধাক্কা দেয়। এতে সিফাত ও সাইকেলে থাকা তার এক সহপাঠি গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ট্রলি চালক মো. হাসান খানকে (২০) আটক করেছে শরণখোলা থানা পুলিশ। হাসান খান রাজাপুর এলাকার নজরুল খানের ছেলে। আহতের নাম জানাতে পারেনি পুলিশ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে ট্রলি চালককে আটক করেছি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh