চাঁদপুরে এজেন্ট ব্যাংকে চুরি

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২১, ০৮:১৩ পিএম

চাঁদপুর মানচিত্র

চাঁদপুর মানচিত্র

চাঁদপুরে আবারো এজেন্ট ব্যাংক থেকে টাকা চুরির ঘটনা ঘটেই চলেছে। এবার চোরচক্র হাজীগঞ্জের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং থেকে ৫ লক্ষাধিক চুরি করে নিয়ে গেছে। 

মঙ্গলবার (২২ জুন) গভীর রাতে উপজেলার বেলঁচো বাজারে এই ঘটনা ঘটে।

এর আগে জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় একইভাবে এজেন্ট ব্যাংকিং থেকে টাকা চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ী ও গ্রহকরা বেশ চিন্তিত হয়ে পড়েছে।

বেলঁচো আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট আফজাল হোসেন জানান, মঙ্গলবার গভীররাতে জানালার গ্রিল ভেঙে চোরচক্র ৫ লাখ ২৭ হাজার ৩৮৮ টাকা চুরি করে নিয়ে গেছে। গত ২ মাস পূর্বে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। ফলে এখনো সিসি ক্যামরা স্থাপন করা হয়নি। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

হাজীগঞ্জ আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমরা প্রধান কার্যালয়ে অবহিত করেছি।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, এজেন্ট ব্যাংকে চুরি ঘটনায় অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh