প্রথম ধাপের ইউপি নির্বাচন

আ.লীগ ১৪৮, জাপা ৩ ও স্বতন্ত্র ৪৯ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২১, ০৯:০৬ পিএম

প্রথম ধাপের ইউপি নির্বাচনে আওয়মী লীগ ১৪৮, জাপা ৩ ও স্বতন্ত্র ৪৯ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রথম ধাপের ইউপি নির্বাচনে আওয়মী লীগ ১৪৮, জাপা ৩ ও স্বতন্ত্র ৪৯ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের ১৪৮ জন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ ও প্রতিদ্বন্দ্বিতা করে ১২০), জাতীয় পার্টির তিনজন, জাতীয় পার্টি (জেপি) তিনজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এবং স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৯ জন প্রার্থী চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ জুন) ২১ জুন ১৩ জেলার ৪১টি উপজেলার ২০৪ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২০টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রথম ধাপের নির্বাচনে সহিংসতায় দুইজন নিহত হন। ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্রের বাইরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন।

এছাড়াও বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh