ঝিনাইদহে করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৫১.৫৪%

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২১, ১২:৫০ পিএম

ঝিনাইদহ সদর হাসপাতাল। ছবি : ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর হাসপাতাল। ছবি : ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে হলো ৭৯ জন।

এসময়ে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরো ১১৭ জনের। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫৩৮ জনে।

ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম জানান, বুধবার (২৩ জুন) সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা ২২৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ১১৭ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৫১ দশমিক ৫৪ ভাগ। 

গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আটজন। 

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে জেলায় শুরু হয়েছে লকডাউন। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান চালাচ্ছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh