টিকা উৎপাদনে আন্তর্জাতিক সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২১, ০১:৪৫ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

দেশে করোনার টিকা উৎপাদনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

করোনাভাইরাস প্রতিরোধে সহযোগিতা ও উত্তরণ বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে যোগ দিয়ে তিনি এই সহায়তা চান। বৃহস্পতিবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। 

সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই সভাপতিত্ব করেন। চীন আয়োজিত এই সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যুক্ত ছিলেন। 

সম্মেলনে করোনা মহামারি প্রতিরোধে পররাষ্ট্রমন্ত্রী পাঁচ দফা পেশ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশসহ যেসব দেশের টিকা উৎপাদনে সক্ষমতা আছে, সেসব দেশকে টিকা উৎপাদনে সহায়তা দিন। করোনা নিয়ে তথ্য আদান-প্রদান, করোনা প্রতিরোধে যৌথ উদ্যোগ ও সমন্বয়, টিকাকে জনগণের সম্পত্তি ও কোভ্যাক্স উদ্যোগকে আরও শক্তিশালী করার প্রস্তাব দেন তিনি।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের জনগণের স্বার্থে টেকসই উন্নয়নে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে বাংলাদেশ কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh