টাঙ্গাইলে কঠোর অবস্থানে প্রশাসন, মাঠে ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২১, ০২:৩৯ পিএম

ভ্রাম্যমাণ আদালত

ভ্রাম্যমাণ আদালত

করোনাভাইরাস মোকাবেলায় টাঙ্গাইলের সদর পৌরসভা ও এলেঙ্গা পৌরসভায় সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। 

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় এবং মোটরসাইকেল আরোহীসহ সাত জনকে  সর্বমোট দুই হাজার সাতশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে টাঙ্গাইলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে, পৌর এলাকার নিরালা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। 

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম জানান, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে করোনাভাইরাস মোকাবেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh