সাতক্ষীরায় অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২১, ০৪:২০ পিএম | আপডেট: ২৪ জুন ২০২১, ০৪:২২ পিএম

অস্ত্রসহ আটক স্বামী-স্ত্রী

অস্ত্রসহ আটক স্বামী-স্ত্রী

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে দিকে উপজেলা সদরে গোডাউন মোড় এলাকা থেকে র‌্যাব-৬ এর ডিএডি পুলিশ পরিদর্শক মো. রমজান আলীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। 

এ সময় তাদের তল্লাশি করে ৪৫ রাউন্ড বন্দুকের গুলি, একটি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন, ও ৪টি সিম কার্ড জব্দ করে র‌্যাব সদস্যরা।

আটককৃতরা হলেন- উপজেলার কৈখালী ইউনিয়নের মল্লিক পাড়া গ্রামের মৃত সাকাত মল্লিকের ছেলে মো. রফিক মল্লিক ও তার স্ত্রী ফিরোজা বেগম।

ডিএডি রমজান আলী জানান, অস্ত্র, গুলি ও মাদক বিক্রির খবর নিয়োজিত সোর্স এর মাধ্যমে নিশ্চিত হয়ে তার নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে তাদের আটক করা হয় এবং তল্লাশি করে বন্দুকের গুলি, মোবাইল ফোন, মোটরসাইকেল ও সিম কার্ড জব্দ করা হয়।

আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। রফিক শ্যামনগর সদরে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের প্রহরী হিসেবে চাকরিরত জানা গেছে।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের অস্ত্র আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh