ঢাকাই সিনেমা নিয়ে যা বললেন নাসরিন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২১, ০৫:০১ পিএম

সহ শিল্পী নাসরিন

সহ শিল্পী নাসরিন

নাসরিন সহ শিল্পী হিসেবে কাজ করেছেন প্রায় ৫ শতাধিক ছবিতে। এখন তার হাতে কোনো ছবি নেই। দেড় বছর আগে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আনন্দ অশ্রু’ ছবিতে অভিনয় করেছেন। এরপর আর কাজ করেন নি। 

সম্প্রতি তিনি তার কষ্টের কথা জানিয়েছেন গণমাধ্যমকে। নাসরিন জানান, আমি যে অভিনয় শিল্পী ভুলেই গেছি। এখন বাসায় বসে দিন কাটে। এখন করোনার কারণে এমনিতেই পরিস্থিতি নাজুক। তবে চলচ্চিত্রের খবর রাখি। 

ঢাকাই সিনেমার সংকট নিয়ে নাসরিন বলেন, সবাই মিলে যদি এগিয়ে আসে, সবাই সবার জায়গায় সৎ থাকে তাহলে আবার ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতেও পারে। টাকা-পয়সাটাই বড় কথা না। এটা একটা শিল্পের জায়গা। জায়গাটা ধরে রাখা উচিত। এটা আমাদের ঐতিহ্য। শুধু শিল্পীদেরই না। সমস্ত নাগরিকেরই দায়িত্ব আছে চলচ্চিত্র নিয়ে ভাবার। 


তিনি বলেন, যেহেতু সিনেমা দেশের সম্পদ। আমরা কাজ করি বা না করি আমাদের চলচ্চিত্র বেঁচে থাক আজীবন। 

সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লাভ’ ছবির মধ্য দিয়ে ১৯৯২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অভিনেত্রী নাসরিন আক্তার। নৃত্য সহশিল্পী হিসেবে যাত্রাটা শুরু হলেও দেশের প্রথম সারির অনেক নায়কের বিপরীতেও অভিনয় করেছেন তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh