সবুজে ভরে উঠেছে ক্যাম্পাস

মো. রাসেল ইসলাম, দিনাজপুর

প্রকাশ: ২৪ জুন ২০২১, ০৫:২৬ পিএম

দিনাজপুর সরকারি কলেজের ক্যাম্পাস

দিনাজপুর সরকারি কলেজের ক্যাম্পাস

দিনাজপুর সরকারি কলেজের বন্ধ ক্যাম্পাসে কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতি সেজেছে নতুন সাজে। চারদিকে সবুজের সমারোহ। কলেজ ক্যাম্পাসের মাঠ ও ফাঁকা জায়গাগুলো ভরে উঠেছে সবুজ ঘাসে। 

করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কায় দেশে গত বছর ১৮ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 

সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে দিনাজপুর সরকারি কলেজ কর্তৃপক্ষসহ ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক সংগঠন। তারা সবুজের সমারোহ দেখে অভিভূত হন। 

ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সালাম আজাদ বলেন, সবুজায়ন বাড়াতে ক্যাম্পাসে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃতিকে উপভোগ করার জন্য ক্যাম্পাসে সবুজের মাঝখানে শিক্ষার্থীদের জন্য ছাউনি তৈরি করা হবে। ক্যাম্পাসের ছোট ছোট টিলাগুলোকে সবুজের সমারোহে সাজিয়ে তোলা হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh