পবিপ্রবির সেমিস্টার ফি জমা বিকাশে

প্রকাশ: ২৪ জুন ২০২১, ০৬:১২ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি বিকাশ অ্যাপের মাধ্যমে জমা দেয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ে ১৩ জুন অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৫ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। যেখানে বলা হয় প্রত্যেক পরীক্ষার্থীকে অনলাইনে ফরম পূরণ করে বিকাশ অ্যাপের মাধ্যমে সেমিস্টার ফি (প্রযোজ্য ক্ষেত্রে) অর্থ বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে এবং অনলাইনে এনরোলমেন্ট ফরম পূরণ করে সংশ্লিষ্ট ডিন অফিসে প্রেরণ করতে হবে।

মঙ্গলবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে সিদ্ধান্তের ব্যাপারে জানা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. কামরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খুব শিঘ্রই বিকাশ কর্তৃপক্ষের সাথে চুক্তিতে যাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে এখন পর্যন্ত পবিপ্রবিতে পরীক্ষার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে নি। বলা হয়েছে পরিক্ষার বিষয়ে সিদ্ধান্ত স্ব স্ব অনুষদের ডিন  নিবে, আগে এফ রিমুভাল পরীক্ষা শেষ করে তারপর সেমিস্টার পরিক্ষা শুরু হবে।

২৮ জুন থেকে এফ রিমুভাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি কিছুটা খারাপ হওয়ায় তা আপাতত স্থগিত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh