ভোলায় কৃষক খুন, আটক ৭

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২১, ১০:০৫ পিএম

জমি-জমা সংক্রান্ত বিরোধের ঘটনায় কৃষক খুন

জমি-জমা সংক্রান্ত বিরোধের ঘটনায় কৃষক খুন

ভোলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের ঘটনায় কৃষক খুন হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, সদর উপজেলার গাজীপুর চর বৈরাগীর জমি দখল নিয়ে লাল মিয়া ও কামাল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। 

স্থানীয় উপজেলা চেয়ারম্যানের সালিশের পর বৃহস্পতিবার (২৪ জুন) সকালে তারা ওই চরের জমিতে চাষ করতে গেলে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে নুরুল ইসলাম কেন্টু বেপারী নামে এক কৃষককে পিটিয়ে কাদাঁমাটিতে পুঁতে হত্যা করা হয়। 

নিহত ওই কৃষককে কামাল গ্রুপ তাদের বলে দাবি করে। এসময় স্থানীয়রা হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিছুর রহমান জানান, এই চরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই লাল মিয়া তালুকদার আর কামাল তালুকদারের মধ্যে বিরোধ চলে আসছিলো। কয়েকদিন আগে এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সালিশে মীমাংসা করে দিয়েছিলো। তারপরে আজকে আবার সরোজমিনে দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে একজন মারা যায়। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh