জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব প্রশিক্ষণ কোর্স স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২১, ০৩:০৬ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয়

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত চলমান ও আসন্ন সব প্রশিক্ষণ কোর্স স্থগিত করা হয়েছে।  

গত রবিবার (২৭ জুন) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে আরো বলা হয়, মন্ত্রণালয়ের আওতাধীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহে চলমান এবং আসন্ন সব প্রশিক্ষণ কোর্স পুনরাদেশ না দেয়া পর্যন্ত অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। বর্ণিত প্রশিক্ষণ কোর্সসমূহের পরিবর্তিত সময়সূচি যথাসময়ে অবহিত করা হবে।  

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গতকাল সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হয়েছে। আর আগামী ১ জুলাই থেকে শুরু হবে কঠোর বিধিনিষেধ। এসময়ে জরুরি পরিষেবা ছাড়া সরকারি, বেসরকারি অফিস, শপিংমল দোকান পাট, মার্কেট বন্ধ থাকবে। 

জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ১৪ দিনের সম্পূর্ণ শাটডাউন দেয়ার সুপারিশ করেছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh