করোনায় আটকে আছে বাবুর পাঁচ সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২১, ০৩:০৭ পিএম

ফজলুর রহমান বাবু

ফজলুর রহমান বাবু

লকডাউনের শুরু থেকে শুটিং থেকে দূরে ছিলেন ফজলুর রহমান বাবু। ঈদের পর সম্প্রতি কাজে ফিরেছেন তিনি। 

ফজলুর রহমান বাবু এখন থেকে বিরতি দিয়ে পরিস্থিতি বুঝে নিয়মিত অভিনয় করতে চাচ্ছেন। তার হাতে রয়েছে বেশ কিছু ধারাবাহিকের কাজ। এর মধ্যে গানেও কণ্ঠ দেবেন তিনি। ঈদে অভিনেত্রী শাওনের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।

তবে সিনেমা নিয়ে বেশ বিপাকে পড়েছেন এই জনপ্রিয় অভিনেতা। বাবু বলেন, ‘পাঁচটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। করোনার কারণে সেগুলো বারবার পিছিয়ে যাচ্ছে। অনেক দিন ধরে চলচ্চিত্রে কাজ করতে পারছি না। এই কারণেও মন কিছুটা খারাপ। এই সিনেমাগুলোর শুটিং শেষ হয়ে মুক্তি পেলে যেন নতুন উদ্যম পাব।’  

‘শঙ্খনাদ’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘গহিন বালুচর’ ও ‘ফাগুন হাওয়া’য় অভিনয় করে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফজলুর রহমান বাবু। চলচ্চিত্র অভিনেতা হিসেবে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন। চলচ্চিত্র নিয়ে তিনি বেশ আশাবাদীও। 

তিনি বলেন, ‘আমার ভাগ্য ভালো যে কিছু ভালো নির্মাতা এখনো আমাকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য ডাকেন। তাঁদের চলচ্চিত্রে আমার বয়সী একজন মানুষের জায়গা হয়। এই কাজটা আমাকে খুবই টানে। কারণ, একটা নাটকে যা করা যায় না এমন অনেক কিছুই করার সুযোগ থাকে সিনেমায়। তবে ভালো চরিত্রের আশায় আমি স্বল্পদৈর্ঘ্য বা খুব কম বাজেটের কাজেও সম্পৃক্ত হই।’

বাবু বলেন, ‘অভিনয় আমাকে শান্তি দেয়। তবে সেই অভিনয়টা অনেক সময়ই নিজের মতো করে করতে পারি না। এর মতো কষ্ট আর নেই। এমনও হয়েছে দিনের পর দিন অভিনয় করে যাচ্ছি কিন্তু সন্তুষ্ট হতে পারছি না। থিয়েটার ছেড়ে খেয়ে–পরে বাঁচার জন্য নাটকে অভিনয় শুরু করলাম। সেই নাটকও এখন আগের জায়গায় নেই। এদিকে আমাদের দেশে সেভাবে থিয়েটারই নেই। ঢাকায় যে থিয়েটার রয়েছে, সেখানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে দূরবর্তী হওয়ার কারণে দর্শক সেভাবে আসছে না।

থিয়েটারে নতুন করে অভিনয় করারও ইচ্ছে আছে। ফজলুর রহমান বাবু বলেন, ‘থিয়েটারের নতুন করে দর্শক তৈরি হচ্ছে না। সুযোগ পেলে আমার এখনো ইচ্ছা আছে নিয়মিত থিয়েটারটা করে যাওয়া।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh