অন্তর্মুখী ও বহির্মুখী

ফেরদৌস নাহার

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৯:৪৪ এএম | আপডেট: ০৮ জুলাই ২০২১, ০৮:৩৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানুষ হয়তো ভাবে 
অন্তর্মুখী প্রবণতা ভালো
অনেকেই ঘুম ঘুম বাতাসের মাঝে 
তাদেরকে শীতল ও সম্পূর্ণ ভেবে
গভীর আবেগে হাত বাড়িয়ে দেয় 
টেনে ধরতে চায় অনুচ্চারিত ঝোঁকে

আর যারা প্রকাশিত, বহির্মুখী 
সারাদিন অস্থির, আলো ও 
আতশবাজির সাথে ছুটে চলে, ডাকে
তাদের বুকে খুব রোদমাপা ব্যথা হলে
কেউই ভাবে না, বলে, ঠিক হয়ে যাবে 

তারপর একদিন ছায়াপথে জ্যাম ঠেলে 
অন্তর্মুখী ও বহির্মুখীর দেখা হয়ে যায় 
কেউই কাউকে বলে না কিছু, শুধু 
মনে মনে উচ্চারণ করে- এসেছো! 
ভেবেছিলাম হারিয়েই গেছো, তাই 
এক জীবন পাশাপাশি থেকেও নেই 

নিঃশব্দে হাত বাড়িয়ে দেয়,  এসো...
এখন
রেললাইন ধরে হাঁটতে থাকে তারা

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh