জামালপুরে পাহাড়ি ঢলে বাঁধে ভাঙন, ৬ গ্রাম প্লাবিত

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১০:১২ এএম

পাহাড়ি ঢলে বাঁধে ভেঙে ৬ গ্রাম প্লাবিত হয়েছে। ছবি : জামালপুর প্রতিনিধি

পাহাড়ি ঢলে বাঁধে ভেঙে ৬ গ্রাম প্লাবিত হয়েছে। ছবি : জামালপুর প্রতিনিধি

জামালপুরের সীমান্তবর্তী উপজেলা বকশীগঞ্জের কামালপুর এলাকায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তর পলাশতলা বাঁধ ভেঙে গেছে। এতে অন্তত আশেপাশের ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।

গতকাল বুধবার (৩০ জুন) ভোররাত থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদসহ আঞ্চলিক নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা জানান, উজানের ঢলে উত্তর পলাশতলা গ্রামের বাঁধে ভাঙন শুরু হয়। এরইমধ্যে অতিবৃষ্টি শুরু হলে তীব্র স্রোতে বাঁধটির বড় অংশ ভেঙে যায়। এতে সীমান্তবর্তী সাতানিপাড়া, সোমনাথপাড়া, বালিঝুড়ি, যদুরচর, পলাশতলাসহ অন্তত ছয়টি গ্রামে পানি ঢুকে পড়ে। এসব গ্রামে অসময়ের বন্যায় প্রতিটি ঘরেই কোমর পানি জমে গেছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গজ রিডার) আব্দুল মান্নান জানান, গত দুইদিন থেকে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছ। বুধবার দুপুর ১২টায় পানি স্তর ১৭.৬৭ সেন্টিমিটার ছিল। ২৪ ঘণ্টায় যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এখানে পানির বিপৎসীমা ১৯.৫০ সেন্টিমিটার।

এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চলতি সপ্তাহে বিপৎসীমা অতিক্রম করে বন্যার আশংকা রয়েছে বলেও তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh