মগবাজারে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০১:৪৯ পিএম

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে। মৃত নুরুন্নবী (৩৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর সাড়ে চারটায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।

তিনি জানান, তার অবস্থা খুবই খারাপ ছিল, ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়াও এ ঘটনায় চিকিৎসাধীন রাসেলের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, মৃত নুরুন্নবীর বাড়ি রাজবাড়ির পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে। তিনি ভ্যান চালাতেন, থাকতেন হাতিরপুল বাটা সিগন্যাল মোড়ে একটি মেসে।

গতকাল ইমরান হোসেনের (২৫) নামে একজনের মৃত্যু হয়। তার শরীরেরও ৯০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে মঙ্গলবার ঘটনাস্থল থেকে ভবনের কেয়ারটেকার হারুনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh