কঠোর বিধিনিষেধের মধ্যেই চলবে প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৪:০২ পিএম

বসুন্ধরা কিংস

বসুন্ধরা কিংস

করোনাভাইরাসের বিস্তাররোধে সরকারের নেয়া কঠোর বিধিনিষেধে প্রিমিয়ার লিগ চলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে পরিস্থিতির বিবেচনায় সূচিতে কিছু পরিবর্তন এনে খেলা চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার (৩০ জুলাই) রাতে পাঠানো বার্তায় বাফুফে দুই দিনের তিন ম্যাচের পরিবর্তে তিন দিনে তিন ম্যাচ আয়োজনের নতুন সূচি দিয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার চট্টগ্রাম আবাহনী-আবাহনী লিমিটেড, শুক্রবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র-শেখ রাসেল ক্রীড়া চক্র এবং শনিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব-সাইফ স্পোর্টিং ম্যাচ হবে।

বাফুফের আগের দেয়া সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার দুটি এবং শুক্রবার একটি ম্যাচ ছিল। সরকারের সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্তে এবং গত দুই দিনের বৃষ্টিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা নাজুক হয়ে যাওয়ায় সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাফুফে।

পরিস্থিতির বিবেচনায় অবশ্য চলমান মেয়েদের লিগ ও তৃতীয় বিভাগ ফুটবল লিগের খেলাগুলো সাত দিনের জন্য সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

আগামী অগাস্টের শুরুর দিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণে তার আগেই লিগের খেলা শেষ করতে চায় বাফুফে।

করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় ঢাকার বাইরে চলাচল সীমাবদ্ধ হয়ে যাওয়ার কারণে লিগের খেলাগুলো বাইরের ভেন্যুতে হতে পারছে না। ফলে বঙ্গবন্ধু স্টেডিয়ামই আপাতত একমাত্র ভরসা বাফুফের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh