টাঙ্গাইলে ১৬ জনের মৃত্যু, পালিত হচ্ছে কঠোর বিধিনিষেধ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৪:৪২ পিএম

 কঠোর বিধিনিষেধ আজ টাঙ্গাইলেও কঠোরভাবে পালিত হচ্ছে।

কঠোর বিধিনিষেধ আজ টাঙ্গাইলেও কঠোরভাবে পালিত হচ্ছে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে দেয়া কঠোর বিধিনিষেধ আজ টাঙ্গাইলেও কঠোরভাবে পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই জেলার সর্বত্র মার্কেট, শপিংমল, দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন সড়কে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী টহল দিচ্ছে। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মোড়ে, ভ্রাম্যমাণ আদালত স্থাপন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। 

এছাড়া বিনা কারণে কাউকে রাস্তায় দেখা যাচ্ছে না। পুরো জেলায় শহর এলাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। মহাসড়ক ও বিভিন্ন সড়কে পণ্যবাহী ট্রাক চলাচল করছে।


এদিকে গত ২৪ ঘণ্টায়, বৃহস্পতিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও ডা. সজিব তথ্য নিশ্চিত করেছে। এদিকে নতুন করে জেলার ২৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪০ দশমিক ৯২ ভাগ। জেলায় সর্বোমোট মৃত্যুবরণ করেছে ১১৫ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh