বিধিনিষেধ অমান্য

৬ ঘণ্টায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৪:৪৪ পিএম | আপডেট: ০১ জুলাই ২০২১, ০৪:৪৭ পিএম

বিধিনিষেধ অমান্য করায় ৬ ঘণ্টায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করল ডিএমপি। ছবি: সংগৃহীত

বিধিনিষেধ অমান্য করায় ৬ ঘণ্টায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করল ডিএমপি। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১ জুলাই) কঠোর বিধিনিষেধ জারির প্রথম দিনে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ৬ ঘণ্টায় ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

চলমান করোনা পরিস্থিতিতে কড়া বিধিনিষেধ উপেক্ষা করেও যারা বাইরে বের হচ্ছে পুলিশের মুখোমুখি হতে হচ্ছে তাদের। উপযুক্ত কারণ জানাতে না পারলে জেল-জরিমানায় পরতে হচ্ছে তাদের।

এতে দেখা যায়, এ ৬ ঘন্টায় জরিমানা করা হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৪০৭ টাকা। এর মধ্যে ২২২টি পরিবহনকে ২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা। ৬৫ জন ব্যক্তিকে ৬ হাজার ২০৭ টাকা। ১০টি দোকানকে ৩৪ হাজার ১০০ টাকা।

ডিএমপি মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাবউদ্দিন বলেন, বিধিনিষেধের পরও যারা অপ্রয়োজনে বের হচ্ছে আমরা তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিচ্ছি। আজ সকাল থেকে শুরু হওয়া এ কড়াকড়ি আগামী ৭ দিন চলবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh