সরকারি ভ্রমণ ব্যয় কমানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৫:১৭ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

করোনাভাইরাসের চলমান অবস্থার প্রেক্ষিতে ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারবাহিকতায় ২০২১-২২ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের ভ্রমণ ব্যয় কমানোর নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) অর্থ বিভাগ (বাজেট অনুবিভাগ) এ সংক্রান্ত এক পরিপত্র জারি করে।

পরিপত্রে বলা হয়, বৈশ্বিক করোনা মহামারির (কোভিড-১১৯) প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের অগ্রাধিকার খাতসমূহে প্রয়ােজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ২০২১-২২ অর্থবছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে ‘৩২৪৪১০-ভ্রমণ ব্যয়’ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার কয়েকটি সিন্ধান্ত গ্রহণ করেছে।

ক) শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ‘৩২:৪৪১০১-ভ্রমণ ব্যয়’ খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে।

খ) সরকারি ভ্রমণের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ বরাদ্দ স্থগিত থাকবে এবং

গ) সকল প্রকার রুটিন ভ্রমণ পরিহার করতে হবে।

এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh