চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৫

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৫:৫৮ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল

চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টার দুই হাজার ৬২টি নমুনা পরীক্ষা করে ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত। 

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে এ তথ্য জানানো হয়। বুধবার (৩০ জুন) ৩৯৯ জন শনাক্তের তথ্য জানানো হয়েছিল। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে পাঁচ জনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৯ হাজার ৩১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৬ হাজার ২৬৩ জন চট্টগ্রাম নগরীর, বাকি ১৩ হাজার ৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। অন্যদিকে এ সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০৬ জন। এর মধ্যে ৪৭৭ জন নগরীর, বাকি ২২৯জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি সাম্প্রতিক দেশকালকে বলেন, চট্টগ্রামে করোনার সংক্রমণ বাড়ছে। ১৫৩ জন বেড়ে ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত রোগীদের অধিকাংশ নগরীর। এদিন নগরীর ৩৯৬ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ১৫৬ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানান তিনি। 

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে দুই হাজার ৬২টি নমুনা পরীক্ষায় ৫৫২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৭৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫০৩জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চবি ল্যাবে ৪০ জন, বিআইটিআইডি ল্যাবে ৮৭ জন, চমেক ল্যাবে ৬৫ জন, সিভাসু ল্যাবে ১৪০জন এবং আরটিআরএল ল্যাবে ১৮জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

এছাড়া এদিন ১০৯টি অ্যান্টিজেন টেস্ট করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪৩টি নমুনা পরীক্ষা করে ৫৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৩৪টি নমুনা পরীক্ষায় ৩৭জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৯টি নমুনা পরীক্ষা করে ১১ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৩২টি নমুনা পরীক্ষায় ১৫জন এবং ইপিক হেলথ কেয়ারে ৮৭টি নমুনা পরীক্ষা করে ৪২জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সাবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ২৩টি নমুনা পরীক্ষায় দুই জনের শরীরে করোনা অস্তিত্ব পাওয়া যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh