৪৭ বলে সেঞ্চুরি করে ওয়ানডে দলে ব্যান্টন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৬:৩৭ পিএম

ব্যাট হাতে  টম ব্যান্টন

ব্যাট হাতে টম ব্যান্টন

গেল টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন টম ব্যান্টন। পরপর দুই ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি উপহার দেয়া এই ইংলিশ ব্যাটসম্যানকে ওয়ানডে দলে যোগ করেছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার (১ জুলাই) ইসিবি এক বিবৃতিতে ব্যান্টনকে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দলে রাখার কথা জানায়।

গত অগাস্টে দেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলা ব্যান্টনের দলে ফেরার সুযোগ মিলেছে মূলত ডেভিড মালানের অনুপস্থিতির জন্য। টি-টোয়েন্টি দল থেকে বাঁহাতি এই ব্যাটসম্যানকে যোগ করা হয়েছিল ওয়ানডে দলে। কিন্তু ব্যক্তিগত কারণে দলের সঙ্গে নেই তিনি। তার কাভার হিসেবে এসেছেন ব্যান্টন।

গত সোমবার কেন্টের বিপক্ষে টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে ৪৭ বলে সেঞ্চুরি করেন ব্যান্টন। ৫১ বলে ১০৭ রানের ইনিংসে ছক্কা ৭টি ও চার ৮টি। এর আগের ম্যাচেও হেসেছে ২২ বছর বয়সী এই তরুণের ব্যাট। হ্যাম্পশায়ারের বিপক্ষে খেলেন ৩৭ বলে ৭৭ রানের বিস্ফোরক ইনিংস।

তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০তে এগিয়ে আছে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচটি বৃহস্পতিবার কেনিংটন ওভালে। রবিবার ব্রিস্টলে হবে সিরিজের শেষ ম্যাচ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh