রাঙ্গামাটিতে বিরল প্রজাতির বানর উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৭:৪৭ পিএম

বিরল প্রজাতির লজ্জাবতী বানর

বিরল প্রজাতির লজ্জাবতী বানর

রাঙ্গামাটি বেতারকেন্দ্র এলাকা থেকে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বাংলাদেশ বেতার রাঙ্গামাটি অঞ্চল কার্যালয়ের ভবন সংলগ্ন ঝোপ থেকে আহত অবস্থায় বানরটি উদ্ধার করেন কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা এবং রবি চাকমা। 

পরে বনবিভাগের কাছে বানরটি হস্তান্তর করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন- বনবিভাগের রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা এসএম মাহবুবুল আলম, বেতারকেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তানিয়ন্ত্রক এএম নূরুল আমিন প্রমুখ। 

বানরটির চিকিৎসার জন্য জেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh