তৃতীয় রাউন্ডে জকোভিচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৮:১৩ পিএম

নোভাক জকোভিচ। ছবি: টুইটার

নোভাক জকোভিচ। ছবি: টুইটার

ফ্রেঞ্চ ওপেন জেতার পর উলম্বলডনেও উড়ছেন নোভাক জকোভিচ। দ্বিতীয় রাউন্ডে সাউথ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেলেন বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংধারী এই সার্বিয়ান।

কেভিনকে তিন সেটে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন ‘দ্য জোকার’ খ্যাত এই টেনিস খেলোয়াড়।

রজার ফেডেরার ও রাফায়েল নাদালের মতো ২০ গ্র্যান্ড স্লামের স্বপ্ন নিয়ে উইম্বলডনে শুরুটা ভালোই হয়েছে জকোভিচের। এই টুর্নামেন্টে এর আগেই ক্যারিয়ারে পাঁচবার ট্রফি ছোঁয়া হয়েছে তার। এবার ষষ্ঠ গ্র্যান্ড স্লামের জন্য নেমেছেন তিনি।

জয়ের পর ৩৪ বছর বয়সী এই টেনিস তারকা তার আজকের পারফরম্যান্সকে ‘নিখুঁত’ হিসেবে আখ্যা দিয়েছেন।

তিনি বলেন, ‘কেভিন ভয়ংকর একটা খেলোয়াড়। ঘাসে খুবই ভয়ংকর সে। গতির কোর্টে দারুণ সে। আমি আমার উপরে বিশ্বাস রেখেছিলাম। কিন্তু আজকের দিনটা আমার বলা যায় নিখুঁত ছিল।’

তৃতীয় রাউন্ডে শুক্রবার (২ জুলাই) আমেরিকান টেনিস খেলোয়াড় ডেনিস কুডলারের বিপক্ষে লড়বেন জকোভিচ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh