বিধিনিষেধ বাস্তবায়নে সমন্বয় সেল গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৯:৫৭ পিএম

করোনাভাইরাসের বিস্তার রোধে কেন্দ্রীয় পর্যায়ে একটি সমন্বয় সেল গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামকে (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এ কমিটি বিধিনিষেধ চলাকালীন সকল কার্যক্রম ও মাঠ পর্যায়ের সমন্বয় করবে।

আহ্বায়ক ছাড়াও কমিটিতে ৪ জন সদস্য রাখা হয়েছে। তারা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোমেনা খাতুন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব উম্মে সালমা তানজিয়া, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান ও সশস্ত্র বাহিনী থেকে মনোনীত একজন প্রতিনিধি।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, গঠিত সেল করোনা বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগের কার্যক্রম সমন্বয় মাঠ পর্যায়ে যোগাযোগ রক্ষা করবে। এছাড়াও সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh