কুবি শিক্ষকের প্রতি অবিচারের ঘটনায় বিজেএসসির নিন্দা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১০:১৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গণমাধ্যমে তথ্য দেয়ার অপরাধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা   নেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)। 

বৃহস্পতিবার ( ১ জুলাই) সংগঠটির সভাপতি  জি.এম হীরক ও সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ‘এ ধরণের সিদ্ধান্ত অন্যায়কে প্রশ্রয় দান করে এবং বিশ্ববিদ্যালয়ের  স্বৈরাচারিতার বহিঃপ্রকাশ। এছাড়াও এই সিদ্ধান্ত শিক্ষকসমাজ এবং গণমাধ্যমের জন্য অপমানজনক।’

‘একই সাথে ঠুনকো অজুহাত দেখিয়ে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলামকে পদোন্নতি স্থগিত করার ঘটনার নিন্দা জানায় বিজেএসসি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের উপর সকল ধরণের অন্যায়-অবিচার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে এবং উপরুক্ত ঘটনায় গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানাচ্ছে বিজেএসসি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh