কাপ্তাইয়ে পাহাড় ধসে ৩ বসতঘর বিধ্বস্ত

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২১, ১০:৪৬ পিএম

কাপ্তাই উপজেলায় পাহাড় ধস

কাপ্তাই উপজেলায় পাহাড় ধস

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে তিনটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার ঢাকাইয়া কলোনীতে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর সাড়ে ৪টায় ঢাকাইয়া কলোনীর সিঁড়িঘাটে মো. ফরিদ ও নবী হোসেনের পাহাড়ের ওপর গড়ে তোলা দুটি বসতঘরের একাংশ ধসে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় নবী হোসেন কিছুটা আহত হলেও ফরিদ হোসেনের ঘরের কেউ হতাহত হননি। এছাড়া লগগেইট এলাকায় মো. মামুন নামের এক ব্যক্তির বসতঘর অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সজিবুর রহমান জানান, আমার এলাকার দুইটি টংঘর পাহাড় ধসে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। আবার লগগেইট এলাকায় পাহাড় ধসে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পুরো ঢাকাইয়া কলোনীতে কয়েকশ’ পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। প্রশাসন বারবার তাদের নিরাপদে সরে যাওয়ার কথা বললেও কেউ কথা শুনছেন না।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনতাসির জাহান জানান, ‘প্রশাসনের পক্ষ হতে বার বার মাইকিং করে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে আসার জন্য বলা হলেও অনেকেই কথা শুনেননি। যার ফলশ্রুতিতে এ ঘটনা ঘটেছে। আমরা ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি নগদ ২ হাজার টাকা এবং ১০ কেজি করে চাল সহায়তা দিয়েছি।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh