যশোর হাসপাতালে ৯ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ১২:২৪ পিএম

যশোর জেনারেল হাসপাতাল

যশোর জেনারেল হাসপাতাল

যশোরে গত ২৪ ঘণ্টায় ৯০৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। 

আর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চারজন এবং উপসর্গ নিয়ে আরো ৫ জন মারা গেছেন। শনাক্তের হার ৩১শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৬৮জন। 

শনাক্তের এ ঊর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। কিন্তু আজও সাধারণ মানুষের বেপরোয়া চলাফেরার করতে দেখা গেছে। 

এদিকে গ্রামাঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। 

দ্রুততম সময়ের মধ্যে সংক্রমণের হার কমিয়ে আনতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh