চুয়াডাঙ্গায় ৮ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ১২:৪৩ পিএম

চুয়াডাঙ্গায় কঠোর বিধিনিষেধ পরিস্থিতি

চুয়াডাঙ্গায় কঠোর বিধিনিষেধ পরিস্থিতি

চুয়াডাঙ্গায় ২৫৯ জনের নতুন করোনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনা ও তিনজনের উপসর্গে মৃত্যু হয়েছে। 

করোনা আক্রান্তে মারা গেছেন- চুয়াডাঙ্গা জ্বীনতলা মল্লিকপাড়ার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খান (৭০), চুয়াডাঙ্গা সরোজগঞ্জ ধুতুরহাট গ্রামের মোস্তাফিজুর রহমান টুটুল (৩৮), চুয়াডাঙ্গা পলাশ পাড়ার রড ও সিমেন্ট ব্যবসায়ী একরামুল হক (৫০), পলাশপাড়ার জিন্নাত আলী (৫০) ও চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় গ্রামের রিতা (৪৫)।

করোনা উপসর্গে মারা গেছেন- সদর উপজেলার কুতুবপুর গ্রামের আবু বক্কর সিদ্দিক (৬৫), পৌর এলাকার বেলগাছীর  ফাতেমা (৫৫) ও শান্তিপাড়ার গোলাম সরোয়ার (৬৭)। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। 

তিনি আরো জানান, জেলায় নতুন শনাক্ত ৯৪ জনের মধ্যে সদর ৪২ জন, আলমডাঙ্গায় ৯জন, দামুড়হুদায় চারজন ও জীবননগর উপজেলায় ৩৯ জন। ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জন আক্রান্ত হয়েছে। পরীক্ষার বিবেচনায় পজিটিভের হার ৩৬ দশমিক ২৯ শতাংশ। 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলা থেকে মোট  নমুনা সংগ্রহ ১৪ হাজার ১৩১টি আর ফলাফল এসেছে ১৩ হাজার ৩১৫টি। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৪৯৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২০ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ২৮১জন। মারা গেছে জেলায় ১০৮ জন। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার  ৮৯ জন জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ১৭ জন ও হাসপাতালে ভর্তি আছে ৭২ জন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh