কাঁচা বাজার স্থিতিশীল, দাম বেড়েছে বেগুন ও আদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ০৩:১৮ পিএম

কাঁচা বাজার স্থিতিশীল, দাম বেড়েছে বেগুন ও আদার।

কাঁচা বাজার স্থিতিশীল, দাম বেড়েছে বেগুন ও আদার।

চলছে কঠোর বিধিনিষেধ। এমনিতেই বাজারে লোক সমাগম কম। তবে কঠোর বিধিনিষেধের খুব বেশি প্রভাব নেই কাঁচাবাজারে। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে বেগুনের আর আমদানি কমে যাওয়ায় চড়া আদার বাজারও। বোতলজাত সয়াবিন তেল ও চাল বিক্রি হচ্ছে আগের দামে। পটল-ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। তবে বেড়েছে বেগুনের দাম।

আমদানি কমায় দাম বেড়েছে চীনা আদার। বিক্রি হচ্ছে ২৩০ টাকা কেজি। যার প্রভাবে দাম বেড়েছে ভারতীয় ও দেশি আদারও। ভারতীয় আদা ১৭০/১৮০, আর দেশি আদা ১৩০/১৪০ টাকা। এছাড়া রসুন মানভেদে ৭০/১৩০, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫/৫০ টাকা কেজিতে।

সয়াবিন তেলের দাম কমার কথা বলা হলেও বাজারে তার প্রভাব নেই। বিক্রেতারা জানান, ডাল চিনিসহ অন্যান্য নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দরেই। আগের দামেই পাওয়া যাচ্ছে প্রায় সব ধরনের চাল।

বাজারে ডজনে ৫ টাকা কমে ডিম বিক্রি হচ্ছে ১০০ টাকা। আর সব ধরনের মুরগি পাওয়া যাচ্ছে আগের দামেই। তবে কিছুটা চড়া ইলিশের দর। এক কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়। ক্রেতার সংকট থাকায় অন্যান্য মাছ আগের দামেই বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh