সাবেক এমপি আলী ওসমান আর নেই

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ০৫:১৬ পিএম

আলী ওসমান খান।

আলী ওসমান খান।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলী ওসমান খান (৭৪) মারা গেছেন।

শুক্রবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলী ওসমান খানের ভাগনে সাংবাদিক মশিউর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।  

মশিউর রহমান জানান, তার মামা আলী ওসমান খান দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। একপর্যায়ে তিনি রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি জানান, আলী ওসমান খানের জানাজা এবং দাফন কোথায় হবে তা এখনো পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়নি।

১৯৭৯ সালে বিএনপি থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আলী ওসমান খান। পরে ১৯৮৮ সালে হোসেইন মোহম্মদ এরশাদের সময়ও তিনি একই আসনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh