গোসাইরহাটের ইউএনও সপরিবারে করোনায় আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ০৭:৫৫ পিএম

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন।

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার পরও স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসাইন।

গত বুধবার গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেয়া নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান।

তিনি জানান, ইউএনও আলমগীর হোসাইনসহ পরিবারের অন্য সদস্যদের অসুস্থতা দেখা দিলে বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। টেস্ট রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। একইসঙ্গে তার সন্তানসম্ভবা স্ত্রী ও একমাত্র কন্যাও করোনা পজিটিভ হয়েছেন।

এ ব্যাপারে ইউএনও আলমগীর হোসাইন মুঠোফোনে বলেন, তিনিসহ তার পরিবারের সবাই বাসায় আইসোলেশনে আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh