সড়কপথে মুর্শিদাবাদ ও বাংলাদেশকে যুক্ত করতে মোদিকে চিঠি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ১০:১৩ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২১, ১০:২৮ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলাদেশের সঙ্গে সড়কপথে মুর্শিদাবাদকে যুক্ত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেয়া হয়েছে।

বহরমপুরের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী যোগাযোগের মেলবন্ধন ঘটানোর প্রস্তাব নিয়ে চিঠি দেন।

চিঠিতে অধীর চৌধুরী লেখেন, ‘পদ্মা নদীর একপাশে মুর্শিদাবাদ এবং অন্যপাশে বাংলাদেশের রাজশাহী। মুর্শিদাবাদ ও  রাজশাহীর প্রচুর আত্মীয় দুই দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কিন্তু মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের রাজশাহীতে যাওয়ার সরাসরি কোনো সড়কপথ নেই। যার ফলে মালদাহ ও ২৪ পরগণা হয়ে বাংলাদেশ সীমান্তের চেকপোস্টে পৌঁছতে প্রায় ১০ ঘণ্টা সময় লেগে যায়। তবে পদ্মা নদীর ওপর দিয়ে সড়কপথ তৈরি হলে অনেক কম সময়ে বাংলাদেশে যেতে পারবে ভারতের মানুষ।

চিঠিতে জলঙ্গির কুকমারি ও রাজশাহীর চারঘাটে দুটি স্থলবন্দর তৈরির প্রস্তাব দিয়েছেন অধীর।

চিঠিতে আরও লিখেছেন, ‘জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, মাস্টারদা সূর্য সেনের মতো আরও অনেক মনীষী বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। জলঙ্গিতে আউটপোস্ট তৈরি হলে সীমান্ত এলাকায় বাণিজ্যের ফলে অনেক মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন। যার ফলে দুই দেশই লাভবান হবে। পাশাপাশি সীমান্তে চোরাচালানও অনেকটা কমবে বলে আশা করা যায়’।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh