ঢাকার পথে সিনোফার্মের টিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ১০:২৩ পিএম

চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ২০ লাখ টিকা বেইজিং বিমানবন্দর থেকে ঢাকার পথে রওনা হয়েছে।

রাত ১টার মধ্যে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

শুক্রবার (২ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার চীনের দূতাবাস সূত্রে এ তথ্য জানা যায়।

পররাষ্ট্র মন্ত্রলালয়ের এক কর্মকর্তা জানান, চীন থেকে সিনোফার্মের ২০ লাখ টিকা রাত ১টার মধ্যে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে বুধবার (৩০ জুন) ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেইজে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক পেজে সিনোফার্ম টিকার প্রথম চালান ঢাকায় আনার জন্য বেইজিংয়ে প্রস্তুতির কথা নিশ্চিত করেছিলেন।

হুয়ালং ইয়ান ফেসবুক পোস্টে লেখেন, চীনের সিনোফার্ম কোম্পানি থেকে বাংলাদেশের বাণিজ্যিকভাবে কেনা প্রথম চালানের ২ মিলিয়ন (২০ লাখ) টিকা বেইজিংয়ে প্রস্তুত আছে। করোনা মহামারির চলমান দ্বিতীয় ঢেউয়ে চীন বাংলাদেশি বন্ধুদের পাশে দাঁড়িয়েছে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ৬ লাখ টিকা উপহার হিসেবে পাঠায় চীন। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh