কোপার নকআউট পর্বে থাকছে না অতিরিক্ত সময়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ১০:৫৫ পিএম

কোপা আমেরিকা

কোপা আমেরিকা

গত আসরে সেমি-ফাইনালে যোগ হয়েছিল অতিরিক্ত সময়। কথা ছিল এবার এক ধাপ এগিয়ে কোয়র্টার-ফাইনাল থেকে থাকবে বাড়তি ৩০ মিনিট সময়। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সরে দাড়িয়েছে কোপা আমেরিকার আয়োজক কনবেমল। তারা জানিয়েছে, এই অংশেই থাকছে না অতিরিক্ত সময়।

২০১৫ ও ২০১৬ আসরও হয়েছিল এভাবেই। নিয়মে কিছুটা পরিবর্তন এনে ব্রাজিলেই হওয়া ২০১৯ আসরে সেমি-ফাইনালে রাখা হয়েছিল অতিরিক্ত সময়। দুই ম্যাচের কোনোটাই যদিও সেবার অতিরিক্ত সময়ে যায়নি। আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিল আর চিলির বিপক্ষে ৩-০ গোলে পেরু জিতেছিল।

এবার কোয়ার্টার-ফাইনাল থেকে অতিরিক্ত সময় থাকার কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে সিদ্ধান্ত পাল্টে ফেলল কনমেবল।

কোয়ার্টার-ফাইনালের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় শনিবার ভোর রাত ৩ টায় মুখোমুখি হবে পেরু ও প্যারাগুয়ে। দ্বিতীয় ম্যাচে ভোর ৬ টায় বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ চিলি।

তবে, ফাইনালে প্রয়োজনে থাকবে অতিরিক্ত সময়। সেখানেও স্কোরলাইনে সমতা থাকলে হবে টাইব্রেকার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh