চেকদের হারিয়ে ২৯ বছর পর সেমিতে ডেনমার্ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ১২:৩৭ এএম

জয়ের পর উচ্ছাসে মাতে ডেনমার্ক ফুটবলাররা। ছবি: টুইটার

জয়ের পর উচ্ছাসে মাতে ডেনমার্ক ফুটবলাররা। ছবি: টুইটার

২০০৪ সালে এই চেক প্রজাতন্ত্রের কাছে ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ডেনমার্ক। ১৭ বছর পরে চেকদের হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে ক্রিশ্চিয়ান এরিকসেনের দল।

শনিবার (৩ জুলাই) আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে ডেনমার্ক। টমাস ডেলানি ও কাসপের ডলবার্গের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমান পাত্রিক শিক।

ম্যাচের শুরুতেই লিডের উচ্ছ্বাসে মাতে এরিকসেনের সতীর্থরা। ইয়েন্স লারসানের হেডে বল জালে জড়ান থমাস ডেলানি। স্বপ্নের শুরু পর চেকদের রুখে দিয়ে প্রথমার্ধের শেষের দিকে আরেক গোলে ব্যবধান দ্বিগুণ করে ডেনমার্ক।

এবার বাঁ প্রান্ত থেকে ওয়াকিম মেয়লার ক্রসে বল পেয়ে সিক্স ইয়ার্ডের সামনে থেকে সহজ গোল করেন কাসপার ডলবার্গ। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ডেনমার্ক।

দ্বিতীয়ার্ধে ফেরার চেষ্টা করে চেকরা। বেশ কিছু সুযোগ তৈরি করে তারা।

অবশেষে ম্যাচের ৪৯ মিনিটে ভ্লাদিমির কাউফালের পাস থেকে গোল করে ডেনমার্কের সঙ্গে ব্যবধান কমান প্যাট্রিক শিক।

এতে করে মোট ৫ গোল নিয়ে এবারের আসরে ক্রিশ্চিয়ানো রোনালডোর সঙ্গে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে গেলেন এই চেক ফুটবলার।

এরপরে আর ফিরে আসা হয়নি চেকদের। এই ফলেই জয় নিয়ে সেমিতে উঠে যায় ডেনমার্ক। সেমিতে ইংল্যান্ড বা ইউক্রেনকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ডেনমার্ক।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh