শীর্ষ ১০ স্টার্টআপে বাংলাদেশির ‘ওয়াদাটাইম’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৮:৫৫ এএম

ওয়াদাটাইমের অবস্থান দশম

ওয়াদাটাইমের অবস্থান দশম

ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা শাদমান সাকিব প্রতিষ্ঠিত ‘ওয়াদাটাইম’ লন্ডনভিত্তিক সেরা ১০টি ডেটা মাইনিং স্টার্টআপ ও কোম্পানির তালিকায় রয়েছে। শাদমান ইন্টারেক্টিভ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম ওয়াদাটাইমের প্রতিষ্ঠাতা, চেয়ারারম্যান ও সিইও।

যুক্তরাজ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বেস্ট স্টার্টআপ’ লন্ডনভিত্তিক শীর্ষ ২৫টি ডেটা মাইনিং স্টার্টআপ ও কোম্পানি নির্বাচন করেছে যেখানে ওয়াদাটাইমের অবস্থান দশম।

এর আগে ওয়াদাটাইম ‘সেরা ইন্টারেক্টিভ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম - ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র’ বিভাগের অধীনে ষষ্ঠ বার্ষিক প্রযুক্তি উদ্ভাবক পুরস্কার জিতেছে। করপোরেট ভিশন, একটি যুক্তরাজ্য (ইউকে) ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নত ব্যবসায়িক অনুশীলন সমর্থন ও গাইড করার জন্য পুরস্কার দিয়েছে।

ডাটা মাইনিং কম্পিউটার বিজ্ঞানের একটি ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। এটি নলেজ ডিসকভারি ইন  ডেটাবেসেজের (কেডিডি) একটি ধাপ। ডাটা মাইনিং কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিসংখ্যান, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সমন্বয়ে গঠিত একটি কম্পিউট বা গণনা প্রক্রিয়া যার মাধ্যমে বিশালাকার ডাটা সেট থেকে নির্দিষ্ট বৈশিষ্টের ডাটা আবিষ্কার করা সম্ভব হয়। ডাটা মাইনিংয়ের লক্ষ্য হলো- একটি ডাটা সেট থেকে নির্দিষ্ট বা কাক্ষিত ডাটা খুঁজে  বের করা ও তা নির্দিষ্ট কাজের উপযোগী করে বিন্যাস, শ্রেণিবদ্ধ ও উপস্থাপন করা।

ওয়াদাটাইম একটি ইন্টারেক্টিভ সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্ম যা বিশ্বজুড়ে প্রতিভাবান পারফর্মারদের সংযুক্ত করার মিশন থেকে তৈরি করা হয়েছে। এটি বিশ্বব্যাপী মানুষের জন্য প্রতিভা, ধারণা, সৃজনশীলতা ও সংস্কৃতির সাথে যেকোনো জায়গায় প্রদর্শন, গ্রাস ও জড়িত হওয়ার একটি গন্তব্য। মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) থেকে সৃষ্ট ওয়াদাটাইম দর্শকদের পারফর্মারদের সাথে সংযুক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে, বিষয়বস্তু ব্যবহার ও সৃষ্টির জন্য উন্নত আচরণগত বিশ্লেষণের জন্য একটি সমন্বিত এআই উপাদানের সাথে উৎসর্গীকৃত।

ওয়াদাটাইমে উদ্ভাবন যে কাউকে একজন পারফর্মার হওয়ার ক্ষমতা দেয়ার জন্য একটি স্পষ্ট মিশন দ্বারা চালিত হয়, এই বিশ্বাসের উপর নির্মিত যে প্রত্যেকটি একটি প্রতিভা- এটি আবিষ্কার করতে ও এটি বিশ্বের কাছে প্রদর্শন করার জন্য তাদের স্থান ও প্ল্যাটফর্ম প্রয়োজন।

শাদমান সাকিব বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে একটি উদ্দীপক হওয়া যা ওয়াদাটাইম প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের পরবর্তী বৈশ্বিক ঘটনা হয়ে ওঠার সেই গোপন ক্ষমতাকে প্রজ্জ্বলিত করবে এবং এই উদ্দেশ্য উপলব্ধি করার জন্য আমরা এমন বৈশিষ্ট্য উদ্ভাবনে নিবেদিত। যা একে অপরকে প্রবৃদ্ধি ও ইতিবাচকতায় সমর্থন করে জনসাধারণকে একত্রিত করবে। -বাসস

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh