দেড় বছর পর বাসার বাইরের স্টুডিওতে কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ১১:০৬ এএম

কুমার বিশ্বজিৎ। ফাইল ছবি

কুমার বিশ্বজিৎ। ফাইল ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ করোনাকালে আউটডোরের ও বাইরের কোনো স্টুডিওতে কাজ করছেন না তিনি। এই সময়ের মধ্যে যে কটি গানে কণ্ঠ দিয়েছেন, সব কটিই নিজের বাসার স্টুডিওতে বসে। দেড় বছর পর ঘরের বাইরে বের হলেন। কণ্ঠ দিয়েছেন নতুন দুইটি গানে। একটি চলচ্চিত্রের ও আরেকটি ঈদের গানে।

সম্প্রতি বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে এস এ হক অলীকের পরিচালিত নতুন চলচ্চিত্র  ‘গলুই’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন এ সংগীতশিল্পী। গানটি লিখেছেন শাহআলম সরকার এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রের প্রযোজক খোরশেদ আলম।


এ গান প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন, ‘গানটায় প্রচণ্ড নাটকীয়তা আছে। এটা স্বাভাবিক কোনো গান না। একটু চ্যালেঞ্জিং গান। চিন্তা করলাম, বহুদিন পর একটা চ্যালেঞ্জিং গান দিয়ে নিজেকে যাচাই করি।  এই ধরনের কাজ আগে আলাউদ্দিন আলী ভাই, সত্য সাহা দাদা, আলম খান ভাইয়ের গানে করতাম।


তিনি আরো বলেন, ‘এই গানটি রেকর্ডিংয়ের সময় সব যন্ত্রশিল্পী, প্রযোজক, পরিচালক, গীতিকার ও সংগীত পরিচালক উপস্থিত ছিলেন। এই যে ভালোবাসা, আন্তরিকতা এটি আসলে অনেকদিন পর দেখে আমার বেশ ভালো লেগেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh