জুনে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ হ্রাস পেয়েছে ১.৫ গুণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০১:২৪ পিএম

জুনে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ তুলনামূলক হ্রাস পেয়েছে। ফাইল ছবি

জুনে বিশ্বব্যাপী করোনা সংক্রমণ তুলনামূলক হ্রাস পেয়েছে। ফাইল ছবি

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত জুন মাসে পূর্ববর্তী মাসের তুলনায় ১.৫ গুণ হ্রাস পেয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা তাসের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

পরিসংখ্যান অনুযায়ী, জুনে বিশ্বব্যাপী মোট এক কোটি ১২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়। মে মাসে সংক্রমণের এ সংখ্যা ছিল এক কোটি ৮৪ লাখ। বর্তমানে সারাবিশ্বে আক্রান্ত সক্রিয় কোভিড রোগীর সংখ্যা এক কোটি ১৬ লাখের বেশি। আর এ সংখ্যা ২০২১ সালের মাসিক হিসাবে সর্বনিম্ন।

এদিকে কোভিড-১৯ রোগে মৃত্যু সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এ সংখ্যা ফের চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড হওয়া সর্বোচ্চ সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে। ওই সময় মাত্র এক মাসে বিশ্বব্যাপী চার লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে প্রাণ হারায়। জুনের মৃত্যু সংখ্যা জানুয়ারির সর্বোচ্চ মৃত্যু সংখ্যার একেবারে কাছাকাছি চলে গেছে। 

এ সময় বিশ্বব্যাপী প্রায় তিন লাখ ৮২ হাজার মানুষ এ ভাইরাসের বলি হয়েছে। মে মাসের তুলনায় মৃতের এ সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের আজ রবিবারের (৪ জুলাই) সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ৫৫০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার ৪৬৬ জনের। আর ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৬ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৭৫ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh