ভারতে যাতায়াত নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০১:৫১ পিএম

নতুন নিদের্শনা মেনে ভারতে যাতায়াত করা যাবে। ফাইল ছবি

নতুন নিদের্শনা মেনে ভারতে যাতায়াত করা যাবে। ফাইল ছবি

দেশের ১২টি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী গমনাগমন হতো। করোনার প্রকট আকার ধারণ করায় গত ১৬ মার্চ থেকে সব বন্দর দিয়ে যাতায়াত স্থগিত করা হয়। তবে এবার নতুন নিদের্শনা মেনে করা যাবে যাতায়াত। এ ব্যাপারে ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) নতুন নির্দেশনা দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ‘ভারতে থেকে পাসপোর্ট যাত্রীরা সপ্তাহে তিনদিন (রবিবার, মঙ্গলবার ও বুধবার) দেশে ফিরতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিপত্র ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা ভারতে এসব বিধিবিধান মেনে গমন করতে পারবেন।’

তবে প্রতিদিনই সরকারের নির্দেশনা মেনে যে কেউ ভারতে যেতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ থেকে কোনো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি হয়। শুধু ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা দেশে প্রবেশ করতে পারবে এক্ষেত্রে বাংলাদেশের দূতাবাস থেকে অনুমতি সাপেক্ষে এবং করোনা সনদ নিয়ে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh