করোনাভাইরাস: রংপুরে ১৪ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০২:১২ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২১, ০২:৪৮ পিএম

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধ রাখা হয়েছে। 

গড়ে প্রতিদিন ১২ জনের বেশি রোগী ভর্তি হওয়ায় হাসপাতালটিতে বর্তমানে কোনো শয্যা ফাঁকা নেই। সেখানে সংকটাপন্ন রোগীদের জন্য মিলছে না নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা। করোনা হাসপাতালে আইসিইউতে কোনো শয্যা ফাঁকা নেই জানিয়ে নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। 

এদিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ৩১ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ডে আলাদা করোনা ইউনিট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানকার ৩৩ নম্বর ওয়ার্ডে রবিবার (৪ জুলাই) থেকে নতুন এ ইউনিট চালু করা হবে। রংপুর বিভাগে রোগী বাড়তে থাকায় এবং করোনা হাসপাতালে চাপ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নুরুন্নবী রোগী ভর্তি বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে হাসপাতালে আইসিইউ শয্যা ফাঁকা না থাকার বিষয়টিও জানান তিনি।  

১০টি আইসিইউ শয্যা নিয়ে ১০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালটি যাত্রা শুরু করলেও বর্তমানে মাত্র আটটিতে ভেন্টিলেটর সুবিধা রয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh