‘ডাক্তার ও নার্সদের আরো দায়িত্বশীল হতে হবে’

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৪:৩২ পিএম | আপডেট: ০৪ জুলাই ২০২১, ০৪:৪৪ পিএম

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, যেকোনো মূল্যে করোনা মহামারি মোকাবেলা করতে হবে। আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেছেন। সবাই যে যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালন করলে এ পরিস্থিতির উত্তরণ ঘটবে। সেজন্য ডাক্তার ও নার্সদের আরো দায়িত্বশীল হতে হবে।

রবিবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। 

শামীম আহমেদ হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ওয়ার্ড পরিদর্শনের সময় সাধারণ ওয়ার্ডের রোগীদেরও খোঁজখবর নেন। করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার তাগিদ দেন তিনি। সেই সাথে জরুরিভাবে খালি সিলিন্ডারগুলোতে অক্সিজেন রিফিল করার নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- ইউএনও মোহাম্মদ তমাল হোসেন, এসিল্যান্ড মোহাম্মদ আবু রাসেল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh