ময়মনসিংহে করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু

গফরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৫:৪৬ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন জানান,  শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ছয় করোনায় ও পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছেন। 

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মৃতরা হলেন- জেলার সদর উপজেলার সালেহিন আহমেদ সাদেক (৩৫), এলাচি বেগম (৪৫), মুক্তাগাছার নারায়ণ পাল (৭৫), ঈশ্বরগঞ্জের শরবিন্দু কুমার চক্রবর্তী হাবুল (৭২) ও টাঙ্গাইলের সখিপুরের শামসুল হক (৭০)।

এছাড়া কোভিড উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদর উপজেলার আবদুর রশিদ (৬৫), খাতেমুন্নেসা ঘণ্টায় ত্রিশালের আবদুর রশিদ (৬০), গাজীপুরের শ্রীপুরের হেলাল মিয়া (৪০) ও সুমতি পাল (৩৫)। 

করোনায় মৃতরা সবাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় আরটিপিসিআর এবং এন্টিজেন টেস্ট মিলিয়ে মোট  ৭১৭টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৫.৬৬%।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh