ঢাবির আইইআরের নতুন পরিচালক আবদুল হালিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৭:২২ পিএম

অধ্যাপক ড. মো. আবদুল হালিম।

অধ্যাপক ড. মো. আবদুল হালিম।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. আবদুল হালিমকে ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

রবিবার (৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই নিয়োগ দেন। গত ৩০ জুন তিনি ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব নেন।

অধ্যাপক আবদুল হালিম ১৯৯৭ সালে ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে জয়েন করেন। পরবর্তীতে তিন আইসিসিআর স্কলারশিপ নিয়ে ভারতের বারোদা এমএস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 

তিনি একজন এডুকেশননার কনসালটেন্ট হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থায় কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- এনসিটিবি, পরিকল্পনা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, প্লান বাংলাদেশ ইত্যাদি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh