পবিপ্রবির এমএস শিক্ষার্থীদের পরীক্ষা ৮ জুলাই

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৯:১১ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টাক্ট্রিক্স বিভাগে‌ অধ্যায়নরত এমএস শিক্ষার্থীদের পরীক্ষা ৮ জুলাই অনুষ্ঠিত হবে। 

করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ সালের মাস্টার্সের জানুয়ারি-জুন থেরিওজেনোলজি পরীক্ষা চলতি মাসের ৮ জুলাই অনলাইনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। 

অনলাইনে পরীক্ষা হওয়ার বিষয় মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টাক্ট্রিক্স বিভাগের প্রফেসর ডা. মোহাম্মদ আনিসুর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ পরীক্ষা না হওয়াতে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়েছে যার ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আমরা আমাদের এমএস অধ্যায়নরত শিক্ষার্থীদের পরীক্ষা অনলাইনে নেয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। 

তিনি বলেন, আশাকরি অনলাইনে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। কেননা আমাদের ডিভিএম নবম সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষা ইতোমধ্যে অনলাইনে নেয়া হয়েছে। তারা ভালোভাবেই পরীক্ষা দিতে পারছে।

এ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট অনুষদের ডিন প্রফেসর ড. ফজলুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh