বিপ্লবের ‘পাখি’

মাহমুদ সালেহীন খান

প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৯:১৬ পিএম

প্রমিথিউসের বিপ্লব

প্রমিথিউসের বিপ্লব

প্রমিথিউসের বিপ্লবের কথা মনে আছে ? প্রমিথিউস এবং বিপ্লব যেন একসূত্রে গাঁথা। নব্বই দশকে সাড়া জাগানো ব্যান্ডদল প্রমিথিউ এখন অনেকটাই পর্দার আড়ালে চলে গেছেন। 

বিপ্লবও দীর্ঘ দিন গানের বাইরে রয়েছেন। তার অন্যতম কারণ জীবন জীবিকার জন্য তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন। নিউইয়র্কে তিনি এখন ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন। বড় ছেলে আদিব সেখানকার একটি স্কুলে টেনথ গ্রেডে আর মেয়ে তটিনী নাইনথ গ্রেডে পড়ে। ছোট ছেলে অ্যারন পড়ে কিন্ডারগার্টেনে।

বিপ্লব ভক্তদের জন্য সুখবর হচ্ছে, চলতি সপ্তাহেই প্রিয় শিল্পী নতুন গানের ভিডিও ছেড়েছেন। গানের শিরোনাম ‘পাখি’।

‘চাইলে আমি পাখি হয়ে যাই/ চাইলে আবার দূরে সরে যাই/ ইচ্ছে হলেই স্বপ্ন হবো/ তোমার  চোখের তারায় আলো ছড়াবো’ কথার গানটি লিখেছেন রাজু চৌধুরী ও বিপ্লব। সুর ও সংগীত করেছেন বিপ্লব নিজেই। আর গানটি প্রকাশ হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘বিপ্লব প্রো’তে।

বিপ্লব তার ইউটিউব চ্যানেলে গানটি প্রসঙ্গে এক বার্তায় বলেন, বিদেশে  থেকেও  শ্রোতাদের কথা ভুলে থাকতে পারি না। যখনই সময় পাই নতুন গানের আয়োজন করার  চেষ্টা করি। সেই চেষ্টা থেকেই ‘পাখি’ গানটি। এটি রক ধাঁচের গান হলেও এতে মেলোডির ছোঁয়া আছে, যা অনেকের ভালো লাগবে বলেই আশা করি।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh