রাঙামাটিতে ধসে পড়েছে ৫ দোকান

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ১১:৫৯ এএম | আপডেট: ০৫ জুলাই ২০২১, ১২:০১ পিএম

সকাল সাড়ে ৯টার হঠাৎ করে দোকান ধসে পড়ার ঘটনা ঘটে। ছবি : রাঙামাটি প্রতিনিধি

সকাল সাড়ে ৯টার হঠাৎ করে দোকান ধসে পড়ার ঘটনা ঘটে। ছবি : রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলা শহরের রিজার্ভবাজার শহীদ আব্দুল আলী একাডেমির সামনে ঝুঁকিপূর্ণ পাঁচটি দোকান ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আজ সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার হঠাৎ করে দোকান ধসে পড়ার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হঠাৎ করেই বিকট শব্দে দোকানগুলো ধসে পড়ে। তবে কয়েকদিনের ভারী বর্ষণে দোকানের নিচে মাটি সরে যাচ্ছে দেখে দোকানদাররা আগে থেকেই সরে যায়। দোকানে কেউ না থাকায় প্রাণে রক্ষা পায় তারা।


ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে আমাদের কাছে খবর আসে শহীদ আব্দুল আলী একাডেমির সামনে পাঁচটি দোকান ধসে পড়েছে। আমরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে দেখি এখানে কেউ হতাহত হননি।


কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, সকালে খবর পেয়েছি পাঁচটি দোকান ভেঙে পড়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উৎসুক জনতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছি। যে দোকানগুলো ধসে পড়েছে তার উপরের রাস্তাটিও ঝুঁকিপূর্ণ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh