চুক্তি ভেঙ্গে নিষেধাজ্ঞার কবলে লঙ্কান ব্যাটসম্যান ভানুকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ০৭:৫১ পিএম

ভানুকা রাজাপাকসা

ভানুকা রাজাপাকসা

সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি পেলেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসা, তবে তা দুই বছরের জন্য স্থগিত থাকবে। এছাড়া ৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে তাকে।

সোশ্যাল ও অন্য মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়ায় ২০১৯-২০ মৌসুমের খেলোয়াড় চুক্তি ভঙ্গ করেন তিনি, তদন্ত শেষে দোষী সাব্যস্ত হয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

এই সিদ্ধান্তের পর ভারত সিরিজের জন্য ১৩ জনের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ভানুকাকে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাকে দলে রাখা হয়েছে। 

মঙ্গলবার (৬ জুলাই) কলম্বোয় দলের সঙ্গে দেয়ার কথা তার।

সম্প্রতি ভানুকা একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শ্রীলঙ্কা ক্রিকেটের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ আনেন। তিনি জানান, ফিটনেস সংক্রান্ত কারণে টি-টোয়েন্টি দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ফিটনেস নিয়ে কোনও ধরনের মানদণ্ড বা নীতিমালা নেই বোর্ডের।

আগামী দুই বছর ভানুকার আচরণ পর্যবেক্ষণ করা হবে। প্রটোকল মেনে চলতে ব্যর্থ হলে এক বছরের নিষেধাজ্ঞা কার্যকর হবে। সম্প্রতি শ্রীলঙ্কা দল ইংল্যান্ড সফর করেছিল। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সমান ওয়ানডের সিরিজে ২-০ তে হেরেছে তারা। এই সফরে ছিলেন না ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh