লড়াইয়ের পর মুমিনুলের বিদায়, ধুঁকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ০৫:২৪ পিএম | আপডেট: ০৭ জুলাই ২০২১, ০৫:২৫ পিএম

৩ উইকেট নিয়ে বাংলাদেশের টপ অর্ডার নাড়িয়ে দিয়েছেন মুজারাবানি

৩ উইকেট নিয়ে বাংলাদেশের টপ অর্ডার নাড়িয়ে দিয়েছেন মুজারাবানি

টস হেরেও বোলিং পেয়ে কেন খুশি হয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর, সেটির নমুনা দেখা গেল ম্যাচের শুরুতেই। দারুণ বোলিংয়ে ব্লেসিং মুজারাবানি বাংলাদেশের টপ অর্ডার নাড়িয়ে দিয়েছেন।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ৩০ ওভারে ৫ ব্যাটসম্যান হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মুমিনুলরা। 

ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হন সাইফ। স্বাগতিক দলের দ্বিতীয় সাফল্য আসে পঞ্চম ওভারে। মুজারাবানির দ্বিতীয় বলে শট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন নাজমুল। ২ রান করে সাজ ঘরে ফেরেন তিনি। 

৩২ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে যান মুমিনুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় সেশনে আবার ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ দলের অধিনায়ক। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে মুমিনুল একপ্রান্ত আগলে রেখে খেললেও সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ১১ ও সাকিব আউট হন ৩ রান করে।

ম্যাচের প্রথম সেশনে ৩ উকেট হারিয়ে স্কোর বোর্ডে ৭০ রান তুলতে পারে টাইগাররা। ২ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ নিয়ে দ্বিতীয় সেশনে শুরু করেন মুমিনুল ও মুশফিক। সেশনের চতুর্থ ও ইনিংসের ২৭তম ওভারে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটির কোটা পূরণ করেন মুমিনুল। পঞ্চাশ রান করতে ৯২ বল খরচ করেন তিনি।

চতুর্থ উইকেটে মুমিনুল-মুশফিকের পার্টনারশিপ বড় হতে দেননি ব্লেসিং মুজারাবানি। ১১ রানে থাকা মুশফিককে ফেরান লেগ বিফোরের ফাদে ফেলে। এতে ভাঙে ৩৮ রানের জুটি। পরের ওভারেই দলকে বিপদে ফেলে সাজঘরে ফেরেন সাকিব। একমার প্রস্তুতি ম্যাচে রান পেলেও মূল ম্যাচে আজ ভিক্টর নিয়াউচির করা অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পিছনে ধরা পড়েন টাইগার অলরাউন্ডার। ফেরেন ৩ রান করে। এতে স্কোর বোর্ডে ১০৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

এরপর লিটন দাসকে নিয়ে লড়াই চালিয়ে যান মুমিনুল হক। ৩৫ ওভারের শেষ বলে ১৩ চারে ৯২ খেলে ৭০ রান করে নিয়িউচির দ্বিতীয় শিকার হয়েছেন মুমিনুল। 

এই প্রতিবেদন লেখার সময় ৬ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ১৩৬ রান। মাহামুদউল্লাহকে সঙ্গে নিয়ে ১২ রানে অপরাজিতে থেকে ব্যাট করছেন লিটন দাস।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh